ভাবতে
পারো এমন যদি হতো
রথে চড়ে
আসতো খুশির ঈদ
লঘু গুরু
সবার সজল চোখে
আসতো
নেমে পরম সুখের নিদ।
ভাবতে
পারো ঈদের জামা পড়ে
যাচ্ছে
যুবক রেলগাড়িতে চড়ি
পাশে বসা
রথযাত্রীর দল
কেউ বলছে
আল্লাহ্ কেউ বা হরি।
এই দেখনা
গণেশের মন্দিরে
ইফতার
করে সাঁচ্চা মুসলমান
আবার দেখ
ঈদগাহের মাঠে
পাহারা
দেয় হিন্দু নওজোয়ান।
রথের
মেলায় বিক্রেতা আর ক্রেতা
কেউ
কিনছে বিন্নি ধানের খই
ফজলী আম
অথবা নটকনা
কেউবা
আবার জিলিপি আর দই।
টমটম আর
বাঁশের বাঁশি
নকুলদানা
সাঁজ
কাল উঠবে
ঈদের চাঁদ
রথের
মেলা আজ।
দুবনা,
২৮ জুন ২০১৭