Thursday, February 9, 2017

প্রস্তাব

মোহাম্মদ আলী জিন্নাহকে মরণোত্তর একুশের পদক দেয়া হোক, কারন
১) এটা বরতমানের মূলধারার রাজনীতির সাথে সঙ্গতিপূর্ণ 
২) "উর্দু একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা" জিন্নাহ এ কথা না বললে ভাষা আন্দোলন, একুশ আর সর্বোপরি একাত্তর হতো কিনা সেটা গবেষণার বিষয়। সেই অর্থে জিন্নাহ একুশের সৃষ্টিকারী বললেও ভুল হবে না।
দুবনা, ০৯ ফেব্রুয়ারী ২০১৭


No comments:

Post a Comment