কমরেড রিগ্যান শ্রীযুক্ত বাবু গরবাচভকে একবার বলেছিলেন
- আপনাদের মতে সমাজতন্ত্র - এটা পুজিবাদকে বাইপাস করে সমন্তবাদ থেকে সাম্যবাদে উত্তরনের সহজ পথ। আমার মনে হয় সমাজতন্ত্র - এটা সামন্তবাদ থেকে পুজিবাদে উত্তরনের এক কঠিন ও রক্তাক্ত পথ।
বাংলাদেশের বর্তমান অবস্থা দেখলে উনি হয়ত বলতেন
- আপনাদের মতে একাত্তর সাম্প্রদায়িকতাকে বাইপাস করে পাকিস্তান থেকে ধর্নিমরপেক্ষ রাষ্ট্রে উত্তীর্ণ হবার পথ, তবে আমার মনে হয় একাত্তর - এটা পাকিস্তান থেকে উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত হবার রক্তাক্ত পথ।
দুবনা, ১০ জানুয়ারী ২০১৭
No comments:
Post a Comment