Sunday, February 5, 2017

সুরঞ্জিত সেনগুপ্ত

মনে নেই ঠিক কখন সুরঞ্জিত সেনগুপ্তের নাম শুনেছি, তবে এটুকু জানি, তার নাম শুনেছি একজন ঝানু রাজনীতিবিদ হিসেবে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি দেশের ইতিহাস সৃষ্টিকারী ঘটনার সাথে জড়িত ছিলেন। কিন্তু নষ্ট রাজনীতির এই দেশে তিনি নিজেও নষ্ট হয়েছিলেন। আর সে কারনে তিনি নিজে যেমন হারিয়েছেন, তেমনি হারিয়েছে দেশ।

সুরঞ্জিত সেনগুপ্ত
নিজের ধন করেছিলেন গুপ্ত
গোপন না করে
দিতেন যদি খুলে
তবে কি এত অপবাদ
জুটতো তার কপালে?
ধন লুকানো এই দেশেতে
মস্ত বড় পাপ
খুলে ফেলে দাও
কেটে যাবে সকল অভিশাপ
জায়েজ হবে পুকুর চুরি
জায়েজ হবে খুন
ধন খোলা না গুপ্ত তোমার
এটাতেই সব দোষগুন।   

মস্কো, ০৫ ফেব্রুয়ারী ২০১৭



No comments:

Post a Comment