Wednesday, February 22, 2017

ক চ ট ত প


ববির এক লেখা নিয়ে অনেকেই কথা বলছে। না না, কথা লেখা নিয়ে নয়, লেখার ভাষা নিয়ে। আবারও ভুল বুঝলেন, ভাষা মানে লেখার স্টাইল নয়, সোজাসাপটা ভাষা। কেন সে ইংরেজিতে লিখল? মহা মুস্কিল। আমাদের ধারনা, ইংরেজিতে, বিশেষ করে ফেব্রুয়ারীতে ইংরেজিতে লিখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আমাদের বাঙ্গালিত্বে ঘাটতি পরবে। এদের সারল্য দেখলে শিউরে উঠি। আমি নিজে লিখি বাংলা, ইংরেজি আর রাশান এ, চুপ করে থাকি প্রায় হাজার খানেক ভাষায় -কিন্তু সোনার পরিমান যেমন শুন্য ছিল ঠিক তেমনটাই আছে।
আসলে কি জানেন, বাংলাদেশে প্রচুর লোক বাংলা ছাড়া কিছু জানে না, না লিখতে, না পড়তে। তারপরেও তাদের মধ্যে অনেকেই আছে যারা বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, বাংলা সংস্কৃতিকে অর্থাৎ যা কিছু বাংলা তার সবই মনেপ্রানে ঘৃণা করে। তাই আসুন, ফর্ম দিয়ে সব বিচার না করে কন্টেন্ট দিয়ে বিচার করি। আবশ্য আমরা বিচার করবারই বা কে?

মস্কো, ২৩ ফেব্রুয়ারী ২০১৭


Tuesday, February 14, 2017

Insight


সবাই ভালবাসা দিবসে ডিম্ব লইবেন। অনেক ভাবিয়া দেখিলাম
Жена, это особая порода людей, у которых может меняться только форма, а содержание остается то же. Это также справедливо для мужей. Так что не ищите хороших мужей или хороших жен, ищите хороших людей.
Wives are a special breed of people, that can be changed in forms but the content remains the same. This is also true for husbands. So don't look for good husbands or good wives, look for good people.

Dubna, 14 February 2017


Monday, February 13, 2017

শীত-বসন্ত

এখনো আসেনি বসন্ত
এখনো ফোটেনি ফুল
এখনো গায়নি কোকিল 
এখনো ভাঙ্গেনি ভুল।

বাতাসে আজ শুধুই
যায় বরফেরা উড়ে
 ফার পাইনের বনে
শীতকুমারী ঘুরে।

মনের কোনায় তবু
বসন্ত ভালবেসে
শুভেচ্ছা বলে যায়
কোন ফাঁকে যেন এসে।

দুবনা, ১৩ ফেব্রুয়ারী ২০১৭


Friday, February 10, 2017

মহামুস্কিল

হাসা-হাসি হাসাহাসি করলে 
তা থেকে প্যাক প্যাক আওয়াজ বেরোয়।
ঘোড়া-ঘুড়ী ঘোরাঘুরি করলে 
তা দৌড়ে পরিনত হয়।
আর বাংলাদেশের গনতন্ত্রের চর্চা করতে গেলে
(পড়ুন ভোট চাইতে গেলে)
তা থেকে সাম্প্রদায়িকতার দুর্গন্ধ বেরোয়।

মস্কো, ১০ ফেব্রুয়ারী ২০১৭


ভালো বাসা - ভালোবাসা


- ভালো বাসা আছে, ভালো বাসা?
- ভালোবাসা?
- না, ভালোবাসা নয় গো, ভালো বাসা?
- ভালোবাসা না থাকলে ভালো বাসা থাকবে কি করে?
- তাই? জানতাম না তো। যাই ভালবাসার খোঁজে যাই।

দুবনা, ১০ ফেব্রুয়ারী ২০১৭


Thursday, February 9, 2017

কথোপকথন

কমরেড রিগ্যান শ্রীযুক্ত বাবু গরবাচভকে একবার বলেছিলেন 

- আপনাদের মতে সমাজতন্ত্র - এটা পুজিবাদকে বাইপাস করে সমন্তবাদ থেকে সাম্যবাদে উত্তরনের সহজ পথ। আমার মনে হয় সমাজতন্ত্র - এটা সামন্তবাদ থেকে পুজিবাদে উত্তরনের এক কঠিন ও রক্তাক্ত  পথ। 

বাংলাদেশের বর্তমান অবস্থা  দেখলে উনি হয়ত বলতেন 

- আপনাদের মতে একাত্তর সাম্প্রদায়িকতাকে বাইপাস করে পাকিস্তান থেকে ধর্নিমরপেক্ষ রাষ্ট্রে উত্তীর্ণ হবার পথ, তবে আমার মনে হয় একাত্তর - এটা পাকিস্তান থেকে উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত হবার রক্তাক্ত পথ। 

দুবনা, ১০ জানুয়ারী ২০১৭



প্রস্তাব

মোহাম্মদ আলী জিন্নাহকে মরণোত্তর একুশের পদক দেয়া হোক, কারন
১) এটা বরতমানের মূলধারার রাজনীতির সাথে সঙ্গতিপূর্ণ 
২) "উর্দু একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা" জিন্নাহ এ কথা না বললে ভাষা আন্দোলন, একুশ আর সর্বোপরি একাত্তর হতো কিনা সেটা গবেষণার বিষয়। সেই অর্থে জিন্নাহ একুশের সৃষ্টিকারী বললেও ভুল হবে না।
দুবনা, ০৯ ফেব্রুয়ারী ২০১৭


Wednesday, February 8, 2017

দুটো প্রশ্ন


শয়তানের কাছে আত্মা বিক্রি করলে অমরত্ব লাভ করা হয়তো যায়, কিন্তু মানুষ থাকা যায়না।
স্বাধীনতা বিরোধীদের সাথে আতাত করলে ক্ষমতায় থাকা হয়তো যায়, কিন্তু এর পরেও কি নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবী করা যায়?
ভাষায় সাম্প্রদায়িকতা এনে ভোট পাওয়া গেলে যেতেও পারে, কিন্তু তার পরেও কি নিজেকে একুশের উত্তরাধিকারী বলে দাবী করা যায়?

দুবনা, ০৮ ফেব্রুয়ারী ২০১৭ 


Sunday, February 5, 2017

সুরঞ্জিত সেনগুপ্ত

মনে নেই ঠিক কখন সুরঞ্জিত সেনগুপ্তের নাম শুনেছি, তবে এটুকু জানি, তার নাম শুনেছি একজন ঝানু রাজনীতিবিদ হিসেবে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি দেশের ইতিহাস সৃষ্টিকারী ঘটনার সাথে জড়িত ছিলেন। কিন্তু নষ্ট রাজনীতির এই দেশে তিনি নিজেও নষ্ট হয়েছিলেন। আর সে কারনে তিনি নিজে যেমন হারিয়েছেন, তেমনি হারিয়েছে দেশ।

সুরঞ্জিত সেনগুপ্ত
নিজের ধন করেছিলেন গুপ্ত
গোপন না করে
দিতেন যদি খুলে
তবে কি এত অপবাদ
জুটতো তার কপালে?
ধন লুকানো এই দেশেতে
মস্ত বড় পাপ
খুলে ফেলে দাও
কেটে যাবে সকল অভিশাপ
জায়েজ হবে পুকুর চুরি
জায়েজ হবে খুন
ধন খোলা না গুপ্ত তোমার
এটাতেই সব দোষগুন।   

মস্কো, ০৫ ফেব্রুয়ারী ২০১৭