ববির এক লেখা নিয়ে অনেকেই কথা বলছে। না না, কথা লেখা নিয়ে নয়, লেখার ভাষা নিয়ে। আবারও ভুল বুঝলেন, ভাষা মানে লেখার স্টাইল নয়, সোজাসাপটা ভাষা। কেন সে ইংরেজিতে লিখল? মহা মুস্কিল। আমাদের ধারনা, ইংরেজিতে, বিশেষ করে ফেব্রুয়ারীতে ইংরেজিতে লিখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আমাদের বাঙ্গালিত্বে ঘাটতি পরবে। এদের সারল্য দেখলে শিউরে উঠি। আমি নিজে লিখি বাংলা, ইংরেজি আর রাশান এ, চুপ করে থাকি প্রায় হাজার খানেক ভাষায় -কিন্তু সোনার পরিমান যেমন শুন্য ছিল ঠিক তেমনটাই আছে।
আসলে কি জানেন, বাংলাদেশে প্রচুর লোক বাংলা ছাড়া কিছু জানে না, না লিখতে, না পড়তে। তারপরেও তাদের মধ্যে অনেকেই আছে যারা বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, বাংলা সংস্কৃতিকে অর্থাৎ যা কিছু বাংলা তার সবই মনেপ্রানে ঘৃণা করে। তাই আসুন, ফর্ম দিয়ে সব বিচার না করে কন্টেন্ট দিয়ে বিচার করি। আবশ্য আমরা বিচার করবারই বা কে?