আজ ৩১ মে ২০২৪। শুরু হল ভোলগা স্নান। আমি সাধারণত জুন বা জুলাই মাসে সাঁতারের মৌসুম শুরু করি। দুবনায় ১৩ জুনের পরে আর তাপমাত্রা মাইনাস হয় না যেমন ১৩ আগস্টের আগে। গত কয়েক দিন তাপমাত্রা ২৩ থেকে ২৯ এর মধ্যে। তাই ভাবলাম মে মাসে ভোলগায় নামার এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। তবে জলের তাপমাত্রা মাত্র ১৭.৫, তবুও মিনিট দুয়েকের জন্য নামলাম। ভালোই লাগলো।
দুবনা, ৩১ মে ২০২৪