Friday, May 31, 2024

ভোলগা স্নান

আজ ৩১ মে ২০২৪। শুরু হল ভোলগা স্নান। আমি সাধারণত জুন বা জুলাই মাসে সাঁতারের মৌসুম শুরু করি। দুবনায় ১৩ জুনের পরে আর তাপমাত্রা মাইনাস হয় না যেমন ১৩ আগস্টের আগে। গত কয়েক দিন তাপমাত্রা ২৩ থেকে ২৯ এর মধ্যে। তাই ভাবলাম মে মাসে ভোলগায় নামার এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। তবে জলের তাপমাত্রা মাত্র ১৭.৫, তবুও মিনিট দুয়েকের জন্য নামলাম।‌ ভালোই লাগলো। 

দুবনা, ৩১ মে ২০২৪

সাগর

সামাজিক মাধ্যম হল সাগরের মত। সাগরে আদিগন্ত বিস্তৃত জলরাশি অথচ পান করার মত এক ফোঁটা জল নেই। সামাজিক মাধ্যমেও অসংখ্য বন্ধু, কিন্তু মন খুলে কথা বলার মত তেমন কেউ নেই, প্রতি মিনিটে এখানে শত শত মানুষ শত শত স্ট্যাটাস লিখছে অথচ পড়ার মত প্রায় কিছুই নেই। কোয়ান্টিটি সব সময় কোয়ালিটির গ্যারান্টি দেয় না।

দুবনা, ৩১ মে ২০২৪

Tuesday, May 28, 2024

বস

অজানাকে জানার চেষ্টা করায় ঈশ্বর আদমকে নির্বাসন দিয়েছিলেন। তিনি এক ও অদ্বিতীয়। আমেরিকা নিজের অনন্যতায় অন্ধবিশ্বাস রাখে। তাই দুগিনের বই বা রুশ সাহিত্য, সংস্কৃতি নিষিদ্ধ করলেও তার গণতন্ত্রে আঁচড় লাগে না। ভিন্ন কথা যখন অন্য কোন দেশ, বিশেষ করে পশ্চিমা বিশ্বের বাইরে কেউ, সেটা করে। গণতন্ত্রের পূজারীরা এতে মোটেই ক্ষুব্ধ বা ব্যথিত নয়। তাদের কাছে গণতন্ত্র মানে তো আমেরিকার তাঁবেদারি করা। 

দুবনা, ২৮ মে ২০২৪

Sunday, May 26, 2024

নিজেকে ভালোবাসা

নিজেকে ভালোবাসতে ভয় এটা কি নার্সিসাস ফোবিয়া? অনেকেই নিজেকে ভালোবাসতে পারে না, আরও কম মানুষই পারে নিজেকে যে ভালোবাসে সেটা স্বীকার করতে। অথচ যে নিজেকে ভালোবাসে না সে এটা করে তা করতে তার ভালো লাগে বলেই। তাই নিজেকে ভালোবাসি না এটা ভুল ধারণা, শুধু পাছে লোকে কিছু বলে সেই ভয়ে নিজের কাছে অস্বীকার করা। কেউ নিজেকে ভালোবাসতে ভালোবাসে, কেউ নিজেকে ভালো না বাসতে ভালোবাসে। দুটোই আত্মকেন্দ্রিক।‌ দুটোই ভালোবাসা যদিও ভিন্ন লক্ষ্যে। 

দুবনা, ২৬ মে ২০২৪

Saturday, May 25, 2024

স্বাধীনতা

স্বাধীনতারও স্বাধীনতা থাকা দরকার স্বাধীনতাকে না বলার। কারণ স্বাধীনতা না বলার স্বাধীনতা হারিয়ে ফেললে আগে হোক আর পরে হোক সে পরাধীন হতে বাধ্য।

দুবনা, ২৫ মে ২০২৪

Thursday, May 23, 2024

রোগ

রোগ জীবাণু প্রথমে শরীরে ঢোকে, পরে ধীরে ধীরে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ - বিএনপি রোগ প্রথমে বাংলাদেশে ঢুকেছিল, এখন সেই রোগ আওয়ামী লীগের ভেতরে ছড়িয়ে পড়েছে। এমপি হত্যা মনে হয় সেই রোগের প্রথম না হলেও উল্লেখযোগ্য বহিঃপ্রকাশ।

মস্কো, ২৪ মে ২০২৪


Monday, May 20, 2024

মানুষ

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দারিদ্র্য নির্মূল করতে ব্যর্থ হয়ে কতৃপক্ষ এখন দরিদ্র নিধনে মনোযোগী হয়েছে। রিকশার কোন দোষ নেই, সমস্যা আমাদের মানসিকতায়।

মস্কো, ২০ মে ২০২৪

Sunday, May 19, 2024

বিবাহ বিচ্ছেদ

প্রায়ই ফেসবুকে বিবাহ বিচ্ছেদের উপর পোস্ট দেখি। বিভিন্ন দেশে ডিভোর্সের পরিসংখ্যান, শিক্ষার সাথে এর সম্পর্ক ইত্যাদি। তবে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি ডিভোর্সের পরিমাণ সবচেয়ে বেশি মোজাদের মধ্যে, বিশেষ করে কয়েক জোড়া মোজা একসাথে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলে কে বামপন্থী আর কে দক্ষিণপন্থী, কে কার বর আর কে কার বৌ সেটি বোঝার উপায় থাকে না। একেই বলে মোজা ধোলাই।

মস্কোর পথে, ১৯ মে ২০২৪

Saturday, May 18, 2024

নেতা

যে কোন কালেক্টিভের, তা সে পরিবার হোক, দল হোক আর দেশ হোক, সবচেয়ে বড় শত্রু কালেক্টিভের লোভী নেতা। সেই লোভ যদি ক্ষমতার লোভ হয় তাহলে কালেক্টিভের সদস্যদের দুর্ভোগের সীমা থাকে না। আর লোভ যদি ক্ষমতা ও অর্থের প্রতি হয় তাহলে শেষ পর্যন্ত কালেক্টিভের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। 

দুবনা, ১৮ মে ২০২৪

Tuesday, May 7, 2024

রবি দিন

ছোটবেলা থেকেই ২৫ শে বৈশাখ, ১১ জ্যৈষ্ঠ এ সব বিশেষ দিন ছিল আমাদের জন্য যদিও পালন করতাম সাধারণত রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেল, এক সময় ২৫ শে বৈশাখ অন্য দিনগুলোকে ছাপিয়ে গেল। এরপর দুই বাংলায় দুই পঞ্জিকার টানা হেঁচড়ায় কোনটা আসল আর কোনটা নকল সেটা নিয়ে দোটানায় পড়লাম বাইরে থাকার ফলে। এখন আর এ নিয়ে ভাবি না। রবীন্দ্রনাথ জীবনে এমন ভাবে জড়িয়ে গেছেন যে প্রতি দিনই মনে হয় ২৫ বৈশাখ। নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যিনি মিশে থাকেন তাঁকে কি আর একটা দিনে বন্দী করে রাখা যায়? মস্কো, ০৭ মে ২০২৪

Sunday, May 5, 2024

জন্মদিন

কেউ কি জানেন পৃথিবীর প্রথম কমিউনিস্ট কে ছিলেন - মার্ক্স না বুদ্ধ? এমনিতেই মনে হল। শুভ জন্মদিন কমরেড।‌ বর্তমান বাজারে তোমার দাম মন্দার দিকে। ছাত্র-ছাত্রীরা মার্ক্স চায় না তারা মার্কস চায়।‌ সব কিছুই পরিবর্তনশীল।

মস্কোর পথে, ০৫ মার্চ ২০২৪

Thursday, May 2, 2024

মই

ফেসবুকে একজনের প্রশ্ন 
যারা ফেসবুকে গাছ গাছ করছেন তাদের কতজন গাছ লাগিয়েছেন? 
সেই হিসাবে আমার জানা নেই। কিন্তু তারচেয়ে অনেক বেশি মানুষ যে অন্যদের গাছে তুলে মই নিয়ে ভেগে পড়েছে সেটা নিশ্চিত ভাবেই বলা যায়।‌

দুবনা, ০২ মে ২০২৪

Wednesday, May 1, 2024

পয়লা মে

১৮৮৬ তে শিকাগোর রাজপথে শ্রমিকরা রক্ত দিল। ঢাকায় শুনলাম মে ডে পালনকারী ছাত্র জনতা সাধারণ মানুষদের বেচাকেনা বন্ধ করে দিনের আয় থেকে বঞ্চিত করল। আমার বৌ উৎসব উপলক্ষ্যে আমাকে দিয়ে কেক কেনালো দোকান থেকে। স্বীকার করতেই হয় যে কেকের ভাগও ভাগ্যে জুটেছে। কিন্তু বুঝতে পারছি না আমি কোন দলে শোষকের না শোষিতের?
সবাইকে মে দিবসের শুভেচ্ছা। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে এর নাম ছিল শ্রমিক সংহতি দিবস। এখন বসন্ত ও শ্রম দিবস।‌ সুতরাং সবাইকে শ্রম দিবসে বাসন্তী শুভেচ্ছা।

দুবনা, ০১ মে ২০২৪