Thursday, June 7, 2018

সাধারণ গণিত


জীবন মরণ যোগ বিয়োগের মতই। সমমেরু যেমন পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে তেমনি করেই বেঁচে মরে থাকা বা মরে বেঁচে যাওয়া বেঁচে বেঁচে থাকা বা মরে মরে যাওয়ার চেয়ে অনেক সহজ। অংক বলে কথা।

দুবনা, ০৭ জুন ২০১৮

No comments:

Post a Comment