হাটে বাজারে শপিং ম'লে স্বপ্ন বিক্রী করে
কেউ কেউ আজ দেশে বিদেশে অট্টালিকা গড়ে
স্বপ্ন কিনে কেউ বা নিঃস্ব কেউবা ভীষণ সুখী
স্বপ্ন ব্যবসায়ী কেউকেটা বড় প্রতিভা তার বহুমুখী
ছোট বড় শিক্ষিত মূর্খ সবাই কেনে আশ্বাস
ধার্মিক নাস্তিক কালো আর ধলো তারে করে বিশ্বাস
সাজানো দোকানে গছানো প্যাকেটে স্বপ্ন বিক্রী হয়
বেচাকেনা আজ জাগ্রত ধর্ম যদিও ধর্ম নয়।
দুবনা, ৩০ জুন ২০১৮
No comments:
Post a Comment