Wednesday, February 14, 2018

এক মহীয়সী নারী


আজ ফেসবুকে আসমা জাহাঙ্গীরের জানাজার ছবি দিয়েছেন অনেকেই। গত কদিন ধরে বেশ লেখালেখিও হয়েছে। যেখানে আসমা জাহাঙ্গীরের মত মানুষ আছে, সে দেশ, সে সমাজকে তাচ্ছিল্য (পাকিস্তানের মত দেশে) করাটা কি ঠিক? আমি পাকিস্তানের বেশ কিছু লোককে জানি যারা যে কোন সমাজের জন্যই গর্বের হতে পারতেন। আসমা জাহাঙ্গীর নিশ্চয়ই তার দেশকে এতো ছোট ভাবে দেখতেন না, নইলে লড়াই করার শক্তি পেতেন কোথায়? শাসক শ্রেনীর সাথে দেশ বা জাতিকে একাকার করা কি ঠিক? আসমা জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা জানানরো জন্য হলেও আসুন অন্তত তাঁকে নিয়ে লেখায় আমরা তাঁর দেশের অসম্মান করা থেকে বিরত থাকি।
দুবনা, ১৪ ফেব্রুয়ারী ২০১৮

No comments:

Post a Comment