Tuesday, February 6, 2018

অনেক দিন আগের কথা





তখন সুন্দর নামে এক বন ছিল।
তার সুন্দর এক মন ছিল।
একদিন দেবরাজ ইন্দ্র সুন্দরবনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভাবলেন
“একি অন্যায়!
কী করে এ সুন্দরী মাটির ধরায়?”
ইন্দ্র ডাকলেন যমরাজকে নিজের সভায়।
“যমরাজ, এ কেমন কাজ
সৌন্দর্য বঞ্চিত দেবতা সমাজ।  
ঐ যে সুন্দরবন চাই আমি তাঁকে
ব্যবস্থা একটা করতে কিন্তু হবে আপনাকে।“
করজোড় করি তাঁরে বলে যমরাজ  
“কি কহিব আপনাকে ওহে দেবরাজ।
পৃথিবী আর নেই আজ স্বর্গের কলোনি
ক্যামনে কহেন আমি এ আদেশ মানি?
তাই বলি কি নারদকে পাঠান পৃথিবীতে
কারো কানে কোন এক বুদ্ধি বাৎলাতে।“
“আইডিয়াটা মোটেই ফ্যালনা নয়,
দেখি, যদি নারদ রাজী হয়।
মীরজাফর কি আছে হে স্বাধীন গ্রহে?
কাজটা কিন্তু মোটেই সহজ নহে।“
“স্বাধীনতার গুনের সীমা নাই
কিন্তু সবারই ক্ষমতায় যাওয়া চাই
ঠিক মত টোপ দেওয়া গেলে
স্বাধীন গ্রহে আজও অনেক ম্যাওয়া মেলে।“
“ওখানে শুনেছি জ্বালানির বড় অভাব
বিদ্যুৎকেন্দ্র ফেলবে কী কোন প্রভাব?”  
“ঠিক বলেছেন এটা দিয়েই কাজটা আদায় হবে
কথা হলো, ওদের ঘাড়ে ভুতটা কে চড়াবে?”
“মাথায় আমার এসেছে বুদ্ধি একটা খাসা
নারদের সাথে মর্ত্যে যাবেন মহামুনি দুর্বাসা
নরদ বলবে উন্নয়নে রামপালের বিকল্প নাই
দুর্বাসা গিয়ে অন্য দলকে বুঝাবে উল্টোটাই
রামপাল নিয়ে তর্ক ওরা করবে দলে দলে
রুইকাতলা আমরা তখন ধরব সে ঘোলা জলে।

দুবনা, ০৬ ফেব্রুয়ারী ২০১৮ 



  

No comments:

Post a Comment