Wednesday, February 28, 2018

শীতল বসন্ত

ক্যালেন্ডারে বসন্ত
বাইরে শীত দুরন্ত
চারিদিকে শীতল শুভ্র ফুল
শীতকে বসন্ত ভেবে করি আমি ভুল।

দুবনা, ০১ মার্চ ২০১৮

পুঁইশাক

পুঁইয়ের ডগার মত সূর্যের আলো
ছুঁয়ে যায় বরফের মুখ
ভালোবাসার পরশে গলে যায়
বরফের জমে থাকা দুঃখ।
 
দুবনা, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

মনোপোল

চুম্বকের চুম্বনে দুই মেরু এক হয়ে যায়
সেই থেকে ডিরাকের মনোপোল জন্মায় 
 
দুবনা, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

পূজারী

একগাদা গাধা গাঁদা ফুল খায়
তাই দেখে পূজারী কপাল চাপড়ায়। 
 
দুবনা, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

বুদ্ধির যুদ্ধ

মাথায় খেলে শত শত বুদ্ধি।
সেথায় চলে অবিরাম যুদ্ধ।
উন্নতির পথ করে রুদ্ধ।।
চালাতে হবে অভিযান শুদ্ধি ।।

দুবনা, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

চিন্তা নিয়ে দুশ্চিন্তা

আজ নাকি বিশ্ব চিন্তা দিবস!
ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলাম রে বাবা!

দুবনা, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

Tuesday, February 27, 2018

ক্ষুদিরাম খেলারাম

খেলে যায় খেলারাম
প্রশ্নপত্র হয় ক্ষুদিরাম।।

দুবনা, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

পাশাপাশি

পাশ ফিরে শুয়ে
পাশে পাশে ঘুরে
করেছে ওরা পাশ।
কারণ কি জান?
কোন একজন করেছিল নাকি
প্রশ্নপত্র ফাঁস।।

দুবনা, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

Monday, February 26, 2018

ফাঁস

ফাঁস করা প্রশ্নে পাশ
ভবিষ্যতের গলায় ফাঁস।
প্রশ্ন যারা করে ফাঁস
দেশের করে সর্বনাশ।। 

দুবনা, ২৬ ফেব্রুয়ারী ২০১৮

Monday, February 19, 2018

বর্তমান

অতীত নামের হাঙ্গরটা 
ভবিষ্যতের স্বপ্নগুলো করছে বসে গ্রাস 
নিরুপায় বর্তমান তাকিয়ে দেখে
নিজের সর্বনাশ

মস্কো 19 ফেব্রুয়ারি 2018 


Sunday, February 18, 2018

বাঁচা মরা

কেউ কেউ মরে যায় বেঁচে
কেউ বা বেঁচে থেকে মরে
বাঁচা মরা আজকাল যেন কেনাবেচা
বাঁচা মরা মরা বাঁচা বাঁচা মরা বাঁচা
 
দুবনা, ১৯ ফেব্রুয়ারী ২০১৮

মিছিল

জীবন যেথায় চার দেওয়ালের 
মধ্যে করে বাস
মৃত্যুর সেই উপত্যকায় 
মিছিল করে লাশ 
 
দুবনা, ১৯ ফেব্রুয়ারী ২০১৮

Saturday, February 17, 2018

দাবি

কাজে ব্যর্থ হলে মানুষ পদত্যাগ দাবি করে, ভাবখানা এই যেন যেন তাঁদের বুদ্ধি সব পায়ের (পদের) মধ্যে। দরকার তো মাথাত্যাগ দাবি করার।

দুবনা, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ 

Wednesday, February 14, 2018

এক মহীয়সী নারী


আজ ফেসবুকে আসমা জাহাঙ্গীরের জানাজার ছবি দিয়েছেন অনেকেই। গত কদিন ধরে বেশ লেখালেখিও হয়েছে। যেখানে আসমা জাহাঙ্গীরের মত মানুষ আছে, সে দেশ, সে সমাজকে তাচ্ছিল্য (পাকিস্তানের মত দেশে) করাটা কি ঠিক? আমি পাকিস্তানের বেশ কিছু লোককে জানি যারা যে কোন সমাজের জন্যই গর্বের হতে পারতেন। আসমা জাহাঙ্গীর নিশ্চয়ই তার দেশকে এতো ছোট ভাবে দেখতেন না, নইলে লড়াই করার শক্তি পেতেন কোথায়? শাসক শ্রেনীর সাথে দেশ বা জাতিকে একাকার করা কি ঠিক? আসমা জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা জানানরো জন্য হলেও আসুন অন্তত তাঁকে নিয়ে লেখায় আমরা তাঁর দেশের অসম্মান করা থেকে বিরত থাকি।
দুবনা, ১৪ ফেব্রুয়ারী ২০১৮

দিবস রজনী

ভালোবাসার কি শুধু দিবসই আছে,
নাকি রজনীও  আছে?
দিবস রজনী আমি যেন কার
আসার আশায় থাকি ...।

দুবনা, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ 

wrong ভালোবাসা

ভালোবাসার রং নেই রঙের ভালোবাসা
তার রং কাঁচের রং চোখে যেটা ঠাঁসা
কালো চশমায় ভালোবাসা দেখতে নাকি কালো
খালি চোখের ভালোবাসা সবচাইতে ভালো।

দুবনা, ১৪ ফেব্রুয়ারী ২০১৮

Tuesday, February 13, 2018

কোকিলের বসন্ত

আজকাল কোকিলরা মনে হয় বাংলা ভাষা একেবারেই পড়ে না, তাই ঋতুজ্ঞান একদম নেই। ওদের কাছে সারা বছরটাই বসন্ত।

দুবনা, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

বসন্ত

বসন্ত যদি আসবেই তবে ফুল ফুটিয়েই আসুক।

দুবনা, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

Monday, February 12, 2018

রুপালী বসন্ত



আজ ফাগুনে কাঁর আগুনে ভোল্গায় দেখি ধোঁয়া
কোথাও বসন্ত কোথাও আবার লেগেছে শীতের ছোঁয়া।
কোথাও গাছেরা সেজেছে আজ লালপেড়ে শাড়ি পড়ে
কোথাও আবার রুপার গয়না রোদে ঝলমল করে।

দুবনা, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

লড়াই

বড় খালে দাঁ কুমড়া করে বৃথাই লড়াই
তা দেখে হাসি না আমি বরং একটু ডরাই। 

দুবনা, ১২ ফেব্রুয়ারী ২০১৮

হাঁটি মাটি

হাতাহাতি নয় আজ
কর হাঁটাহাঁটি
কোলাকুলির এই দিন
কিলাকিলিতে করোনা মাটি।

দুবনা, ১২ ফেব্রুয়ারী ২০১৮  

Saturday, February 10, 2018

কাজ

কাজের হাত হাতের কাজ ফেলে রাখে না
অলস মস্তিষ্ক শয়তানীতে বসে থাকে না। 
 
দুবনা, ১০ ফেব্রুয়ারী ২০১৮

সেদিনের আমি

আমি যখন আমি ছিলেম
কয়েক বছর আগে
সেসব দিনের আমি দেখে
আজকে অবাক লাগে

দুবনা, ১০ ফেব্রুয়ারী ২০১৮



Friday, February 9, 2018

চোরের দল

চোরের কোন দল নাই
সব চোরের বিচার চাই।

দুবনা, ১০ ফেব্রুয়ারী ২০১৮ 


ঘন

ঘনঘন ঘনশ্যাম ঘন কালো চোখে
সুন্দরী রাধিকার পানে চেয়ে দেখে।

দুবনা, ১০ ফেব্রুয়ারী ২০১৮ 

গান

আপনি সুন্দর গান গান
নাকি
আপনি সুন্দর গান গান?

মস্কো, ০৯ ফেব্রুয়ারী ২০১৮

প্রশ্ন

আচ্ছা, জেলখানায় যে আলো বাতাস থাকে, ওরাও কি বন্দী? কী অপরাধে?

মস্কো, ০৯ ফেব্রুয়ারী ২০১৮

Paradox

Democracy is demoted by Democrats as Socialism was demoted by Communists.

Moscow, 09 February 2018

Thursday, February 8, 2018

জাল ও জেল

রুই কাতলা ধরতে জেলে ফেলে জাল
কিন্তু জেলে জেলে যায় কারণ টাকা জাল


দুবনা, ০৮  ফেব্রুয়ারী ২০১৮

ভালোবাসার ভালো বাসা

ভালো বাসা ছাড়া ভালোবাসা হয় না।
ভালোবাসা ছাড়া ভালো বাসাও হয় না। 
 
দুবনা, ০৮ ফেব্রুয়ারী ২০১৮ 

আজন্ম মৃত্যু

যাবজ্জীবন আর মৃত্যুদণ্ডে পার্থক্য কি?

কিছুই না। যাবজ্জীবনে অনেক দিন জেল খাটতে হয়। মৃত্যুদণ্ড দিয়ে দয়াময় সরকার সেই কষ্ট লাঘব করে। 

দুবনা, ০৮ ফেব্রুয়ারী ২০১৮

সাঁজা

হলো সাজা
তবুও হলো না সাজা
আমি নতুন দেশের রাজা
দাওগো আমায় সাঁজা

দুবনা, ০৮ ফেব্রুয়ারী ২০১৮   

কুইজ

আজ একসাথে ভাত, ডাল, ডিম - সব পুড়ল।
এটা কি খাণ্ডব দাহন না পোড়া কপাল?

দুবনা, ০৮ ফেব্রুয়ারী ২০১৮

Wednesday, February 7, 2018

সাজা ও সাজা

সাজা যদি হয় সত্যি সত্যি সাজা
বিউটি পার্লারে গিয়ে করবো আমি মজা।

দুবনা, ০৮ ফেব্রুয়ারী ২০১৮

মাছ

বউ ব্যাগটা হাতে দিয়ে বললো, "তুমি বাসায় যাও।  আমি মাছ নিয়ে আসছি।"
ভাবলাম, "ভালই তো, আজ মাছ হবে বাসায়।"
মাছ এলো, তবে চুলায় না, একুরিয়ামে সাঁতার কাটতে।

দুবনা, ০৭ ফেব্রুয়ারী ২০১৮ 

Tuesday, February 6, 2018

অনেক দিন আগের কথা





তখন সুন্দর নামে এক বন ছিল।
তার সুন্দর এক মন ছিল।
একদিন দেবরাজ ইন্দ্র সুন্দরবনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভাবলেন
“একি অন্যায়!
কী করে এ সুন্দরী মাটির ধরায়?”
ইন্দ্র ডাকলেন যমরাজকে নিজের সভায়।
“যমরাজ, এ কেমন কাজ
সৌন্দর্য বঞ্চিত দেবতা সমাজ।  
ঐ যে সুন্দরবন চাই আমি তাঁকে
ব্যবস্থা একটা করতে কিন্তু হবে আপনাকে।“
করজোড় করি তাঁরে বলে যমরাজ  
“কি কহিব আপনাকে ওহে দেবরাজ।
পৃথিবী আর নেই আজ স্বর্গের কলোনি
ক্যামনে কহেন আমি এ আদেশ মানি?
তাই বলি কি নারদকে পাঠান পৃথিবীতে
কারো কানে কোন এক বুদ্ধি বাৎলাতে।“
“আইডিয়াটা মোটেই ফ্যালনা নয়,
দেখি, যদি নারদ রাজী হয়।
মীরজাফর কি আছে হে স্বাধীন গ্রহে?
কাজটা কিন্তু মোটেই সহজ নহে।“
“স্বাধীনতার গুনের সীমা নাই
কিন্তু সবারই ক্ষমতায় যাওয়া চাই
ঠিক মত টোপ দেওয়া গেলে
স্বাধীন গ্রহে আজও অনেক ম্যাওয়া মেলে।“
“ওখানে শুনেছি জ্বালানির বড় অভাব
বিদ্যুৎকেন্দ্র ফেলবে কী কোন প্রভাব?”  
“ঠিক বলেছেন এটা দিয়েই কাজটা আদায় হবে
কথা হলো, ওদের ঘাড়ে ভুতটা কে চড়াবে?”
“মাথায় আমার এসেছে বুদ্ধি একটা খাসা
নারদের সাথে মর্ত্যে যাবেন মহামুনি দুর্বাসা
নরদ বলবে উন্নয়নে রামপালের বিকল্প নাই
দুর্বাসা গিয়ে অন্য দলকে বুঝাবে উল্টোটাই
রামপাল নিয়ে তর্ক ওরা করবে দলে দলে
রুইকাতলা আমরা তখন ধরব সে ঘোলা জলে।

দুবনা, ০৬ ফেব্রুয়ারী ২০১৮ 



  

Monday, February 5, 2018

ভাগের রাজনীতি

আগে রাজনীতি করতেন গুণীজন
রাজনীতির ছিল গুণ
এখন শুধুই ভাগের রাজনীতি
চারিদিকে শুধু আলু, পটল আর বেগুন। 
 
দুবনা, ০৬ ফেব্রুয়ারী ২০১৮

শাহবাগ

শাহবাগ  ও শাহবাগ, তুমিও মানলে বাগ
ভেবেছিলাম তুমি মোদের সুন্দরবনের বাঘ
বুঝেছি তোমাকে করেছে ওরা গৃহহীন
তাই তো তুমি কাগুজে বাঘ, নখ দন্তহীন।

দুবনা, ০৫ ফেব্রুয়ারী ২০১৮   

ফিরে দেখা





বিপ্লব এখানে হতাশ 
 
চারিদিকে শুধুই দীর্ঘশ্বাস                                                                                  

শাহবাগ আজ প্রাইভেট কারের দখলে                                                                        

মাঝে মধ্যে ভেঁপু বাজায় পাবলিক বাস। 

জনতা সেখানে আজও উত্তাল 
                                                                                                            

ব্যস্ত নিজ নিজ কাজে                                                                                         

জয় যদি শুধু ছিনতাই হয়                                                                                     

বিপ্লব করা কি সাজে?                                                                                        

শাহবাগের চেনতার হলো                                                                                     

সাতান্ন ধারায় জেল                                                                                              

বিপ্লবের কুশীলবেরা ভাঙ্গে                                                                                        

একে অন্যের মাথায় বেল।

দুবনা, ০৫ ফেব্রুয়ারী ২০১৮

Thursday, February 1, 2018

ঘরে ফেরা

ফেব্রুয়ারী আজকাল ঈদ বা পুজার মত। ঈদ বা পুজায় আমরা যেমন ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরি, অথবা বিদেশ থেকে দেশে ফিরি মাকে দেখতে, ফেব্রুয়ারীতেও আমরা ঠিক তেমনি করেই বাংলা ভাষাকে মনে করি, প্রোফাইল বদলাই, আর মাস শেষ হতে না হতেই ইংরেজি, আরবি, হিন্দি, উর্দু ভাষা, নাচ, গান আর পোশাকের বন্যায় ভেসে যাই।

দুবনা, ০১ ফেব্রুয়ারী ২০১৮