নষ্ট হাওয়া
লেগেছে আজকে পালে
নষ্ট পথে
নষ্ট সমাজ চলে
খুন ধর্ষণ
আজ যেন ডালভাত
দীর্ঘতর হচ্ছে
যে কালো রাত
উন্নয়নের
দেয়াল করি ভেদ
সূর্য এখানে
দেয়নাকো আজ উঁকি
টাকার স্বপ্নে
বিভোর এ সমাজ
টাকার পরশে
সবাই আজকে সুখি
ঘুম নেই
শুধু সেই মায়েদের চোখে
যাদের মেয়েরা
স্কুল বা কলেজে গেছে
শুধু কি বাইরে? ঘরেও ঢুকেছে বিপদ
ঘরে ঘরে
আজ শিশুহন্তা দানব
মধ্যযুগের
উন্মাদনা মনে
চোখ ঢেকেছে
কুসংস্কারের ঠুলি
চারিদিকে
আজ শুধুই ভেদাভেদ
চারিদিকে
আজ শুধুই দলাদলি
মানুষ সে
তো কবেই গেছে মরে
আজকে হবে
মানবতার ফাঁসি
উল্টো পথের
যাত্রী সবাই আজ
সময় আজ
ভয়ঙ্কর, সময় সর্বনাশী।
দুবনা,
০৫ এপ্রিল ২০১৮
No comments:
Post a Comment