রাত
পোহাতে না পোহাতে
হাঁটছি
আমি গেঁয়ো পথে
চারিদিকে
বইছে আমার
সবুজ
ধানের ধানের ঢেউ
বিশাল
মাঠে আমি একা
নেইকো
কোথাও কেউ
হঠাৎ
দেখি দূর আকাশে
উঠলো
জ্বলে বাতি
অন্ধকার
পালিয়ে গেল
বিদায়
নিল রাতি
ভাবছি
এটা আশার আলো
মুক্তির
বানী নিয়ে এলো
কিন্তু
কাছে গিয়ে দেখি
এটা যে
রেড লাইট
মুক্তি
নয় সব কিছুকে
দিচ্ছে
জোরে টাইট।
স্বপ্নেরা
সব পালিয়ে গেল
পালিয়ে
গেল আশা
বুকের
মধ্যে গুমরে কাঁদে
প্রতিবাদের
ভাষা
একটু পরে
বাতি উধাও
নেইকো আলোর
রেশ
মাঠের মাঝে
পড়ে আছে
ধর্ষিতা বাংলাদেশ
দুবনা,
৩০ মার্চ ২০১৮