Politics এর বাংলা কে, কেন রাজনীতি করেছিল জানি না, তবে ভদ্রলোক যে দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন সেটা মানতেই হবে। যদিও রাজনীতি করা হয় সাধারন মানুষের কথা বলে, তাদের জীবন স্বর্গ সুখে পরিপূর্ণ করার আশ্বাস দিয়ে, ক্ষমতা পাবার পর অধিকাংশ রাজনীতিবিদই সেই অঙ্গীকার পালন করেন প্রজাদের স্বর্গে পাঠিয়ে। অন্যরাও কম যায় না। মানুষের কথা বলে রাজনীতি করলেও বেলা শেষে দেখা যায় তারাও মুলত নিজেদের রাজনৈতিক, দলগত বা আদর্শগত লাভলোকসানের হিসেব মিলাতেই ব্যাস্ত। জনগন তাদের খামখেয়ালী বা উচ্চাভিলাষ পুরনের হাতিয়ার মাত্র। এই যুদ্ধে জেতে সেই, যে এই জনগণকে যত বিধ্বংসী মারণাস্ত্রে পরিনত করতে পারে।
দুবনা, ২৬ জানুয়ারী ২০১৭