কালো প্যান্ট আর কালো-সবুজের স্ত্রাইপ দেওয়া
সোয়েটার পড়ে লাল স্ত্রাইপ আর কমলা ফিতে লাগানো সাদা স্নিকারস পড়ছি এর উপর কালো
জ্যাকেট ঝুলিয়ে অফিস যাবো বলে। ঘাড়ের উপর
দীর্ঘশ্বাস ফেলে বউ বলল
- - তোমার বাড়িতে সব ঠিক আছে? (У тебя дома все в порядке? যার
সঠিক ভাবার্থ – মাথার ঠিক আছে তো?)
- - কেন? কি হল আবার?
- - বলছিলাম কি, এই স্নিকারসের সাথে হাল্কা রঙের জামাকাপড়
ভালো মানাবে।
- - দেখ, হাল্কা রঙের জামাকাপড় পড়লে আমাকে এমনিতেই সবাই
দেখবে। ডার্ক কালারের পোশাকের সাথে আমি সাদা জুতো পড়ি যাতে লোকজন বুঝতে পারে কেউ
একটা আসছে। জুতো জোড়া আমার অন্ধকারে কালো বিড়ালের চোখ।
দুবনা, ০৪ মে ২০১৮