Thursday, May 31, 2018

পদত্যাগ

ভাবছি পদত্যাগ করবো।
কেন, কী হল আবার?
কিছু না। সাইকেলটা ঠিক করলাম শেষমেশ।

দুবনা, ৩১ মে ২০১৮

পেছন ফেরা

যেভাবে লোকজন হন্যে হয়ে পেছনে ছুটছে সুখ শান্তি ন্যায় ইন্টারনেটসহ সব আধুনিকতার খোঁজে তাতে টাইম মেশিন ছাড়া সামনে এগোনো কঠিন হবে।

দুবনা, ৩১ মে ২০১৮

Wednesday, May 30, 2018

সেতু

গাড়ি নাকি ঘন্টার পর ঘন্টা সেতুর উপরে দাঁড়িয়ে। ফেরির জন্যে আন্দোলন করুন। যাত্রা অন্তত উপভোগ্য হবে।

দুবনা, ৩০ মে ২০১৮

Tuesday, May 29, 2018

টেলিফোন

বিগত কয়েক বছর ২৯ মে আমি কাকুকে ফোন করতাম। তাঁর নতুন নম্বরটা নিতে পারিনি তাই এবার আর ফোন করা হলো না।

দুবনা, ২৯ মে ২০১৮

সুপার মার্কেট অ্যামেরিকা


এখানে দীর্ঘমেয়াদী লোণে গণতন্ত্র সাপ্লাই দেওয়া হয়।
অনুগত ক্রেতাদের জন্য ইন্সটলেশন চার্জ ফ্রি।

দুবনা, ২৯ মে ২০১৮

সুপার মার্কেট অ্যামেরিকা

এখানে স্বল্প মূল্যে গণতন্ত্র বিক্রয় করা হয়।
খুব গরীবদের জন্য শুধু আনুগত্যই যথেষ্ট।

দুবান, ২৯ মে ২০১৮

Monday, May 28, 2018

গ্যাস

তেল ঘি ছাড়া ভেজে না নেতার মন              
গ্যাসের বাশেঁ দিশেহারা জনগণ।

মস্কো,  ২৭ মে ২০১৮

গুরু

সব গুরুর শিষ্য থাকে না, থাকে করুণার পাত্র - সংখ্যাগুরু আর সংখ্যালঘু একটা উদাহরণ মাত্র।

মস্কো,  ২৭ মে ২০১৮

নিরাপত্তা

যখন কেউ বলে জায়গাটা সবচেয়ে নিরাপদ, প্রশ্ন জাগে -কার জন্য? কোন জায়গাই এক সাথে সবার জন্য নিরাপদ হতে পারে না।

মস্কো,  ২৭ মে ২০১৮

Sunday, May 27, 2018

আসছে দিন

আসছে দিন হবে দীন
কষ্ট করে বাঁচবে তুমি কিন্তু অল্প দিন
থাকবে না যে দুঃখ কোন  থাকবে না যে ঋণ। 
 
দুবনা, ২৭ মে ২০১৮

'অ' তে ভরে গেছে সমাজ। অসাধারণ, অকৃতজ্ঞ, অরাজনৈতিক, অমর হতে পাল্লা দিয়ে করছে সবাই অকাজ। 

দুবনা, ২৭ মে ২০১৮

Saturday, May 26, 2018

গোল

ফুটবল গোল, গোল গোল গোল
গোল নিয়ে চারিদিকে তাই এতো গোল
শোরগোল গণ্ডগোল হরেক রকম গোল 
 
দুবনা, ২৬ মে ২০১৮
 

গণতন্ত্র

গণতন্ত্রের খপ্পরে পড়ে কত মিথ্যা যে সত্য হয়ে গেছে। রেডিও টিভি আর ইন্টারনেট এখন রাতকে আর দিনকে রাত করতে পারে। গণতন্ত্র বলে কথা।

দুবনা, ২৬ মে ২০১৮ 

Friday, May 25, 2018

একা থাকা

নিজের সাথে একা থাকা খুব কঠিন। অনেক কথা বলতে হয় আর অনেক অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে হয় যা অন্যের সাথে না করলেও চলে।

দুবনা, ২৫ মে ২০১৮

ব্যবসা

যুদ্ধের সাথে পাল্লা দিয়ে রাজনীতিও এখন লাভজনক ব্যবসায় পরিনত হয়েছে। তাইতো রাজনীতিকে ঘিরে এতো যুদ্ধ, এতো মৃত্যু। এ ব্যবসা বর্জন করুন।

দুবনা, ২৫ মে ২০১৮   

ছায়া

প্রায় সবকিছু ছোট থেকে বড় হয়, উন্নতির শিখরে পৌঁছে, তারপর ছোট হতে হতে শেষ হয়ে যায়। শুধু ছায়ারা চলে উল্টো পথে।

দুবনা, ২৫ মে ২০১৮  

কথা

কথা না রাখাই যখন রাজনীতির আধুনিক রীতি কি দরকার তাহলে কথা নেওয়ার জন্য এত খড়কুটো পোড়ানোর?

দুবনা, ২৫ মে ২০১৮  

চুক্তি

যেকোন চুক্তির মূল কথা হল পরস্পরের স্বার্থে ছাড় দেওয়া। যার নিজের স্বার্থ সবার উপরে তার সাথে চুক্তি না করাই ভালো। আজ হোক কাল হোক চুক্তি সে ভাংবেই।

দুবনা, ২৫ মে ২০১৮ 

Thursday, May 24, 2018

স্বচ্ছ রাজনীতি


নির্বাচনের আগে দলগুলোতে যেভাবে পদ কেনাবেচা হয় তাতে মনে হয় এসব ক্রিস্টির অধীনে বা ওয়াল স্ট্রীটে করাটাই ভালো।

দুবনা, ২৪ মে ২০১৮

ফায়ার

আইনের নামে রাষ্ট্র করলে ক্রসফায়ার
এর নাম হল রাষ্ট্র করেছে মিসফায়ার।

দুবনা, ২৪ মে ২০১৮

Wednesday, May 23, 2018

রোজা

যারা অনিচ্ছায় রোজা রাখতে বাধ্য হচ্ছেন তারা কি বেহেশতের ফুটপাথে একটু জায়গা পাবেন? নাকি ওখানে সাম্যবাদ - ফুটপাথ নেই?

দুবনা, ২৩ মে ২০১৮

কেন?

ভোট ভিক্ষা, ট্র্যান্সন্যাশনাল কোম্পানির টাকা ভিক্ষা, ভোট চুরি, রাষ্ট্রীয় তহবিল চুরি এটাই যদি তার কাম - রাজনীতি কেন তার নাম?

দুবনা, ২৩ মে ২০১৮

নাম

ভোট ভিক্ষা, ট্র্যান্সন্যাশনাল কোম্পানির টাকা ভিক্ষা, ভোট চুরি, রাষ্ট্রীয় তহবিল চুরি এটাই যদি তার কাম - রাজনীতি কেন তার নাম?

দুবনা, ২৩ মে ২০১৮

মেরুদণ্ড

মেরুদণ্ড শক্ত না হলে হাল্কা বোঝাও খুব ভারী মনে হয়। তবে পরের ধন দিয়ে মেরুদণ্ড শক্ত করলে প্রয়োজনের সময় তা ভেঙ্গে পড়তেই পারে।

দুবনা, ২৩ মে ২০১৮

Tuesday, May 22, 2018

ভোট

ভোট হল ব্যাংকের ক্রেডিটের মত, যে যত বেশি ভোট পায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার সম্ভাবনা তার তত কম।

দুবনা, ২২ মে ২০১৮

Monday, May 21, 2018

রাজনীতি

ভাই  আপনি কি দল করেন?
আমি  লীগ পার্টি করি। 
মানে?
মানে আবার কি। আছি লীগে কাম করি পার্টির।

মস্কো, ২১ মে ২০১৮

ভেজাল

ভেজাল তেল ভেজাল নুন
ভেজাল গনতন্ত্র  
কেমনে এসব করবে সহ্য
আম জনতার অন্ত্র?

মস্কো, ২১ মে ২০১৮

ভাবনা

ভাবনার ভাবনায় দিনগুলো যায় কেটে             
মেঘাচ্ছন্ন আকাশ মাথায় বেড়াই আমি হেঁটে

মস্কো, ২১ মে ২০১৮

Sunday, May 20, 2018

গাধা সমাচার

আপনি একটা গাধা।
বাকীরা সব আশেপাশে ঘুরছে। 
 
দুবনা, ২০ মে ২০১৮
 
 

বোকার বুদ্ধি

আপনি এতো বোকা কেন?
আমাকে বহুবচন করে আপনিও কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিলেন না। 
 
দুবনা, ২০ মে ২০১৮

Saturday, May 19, 2018

রোজা

অনেকে "আপনি রোজা?" এ প্রশ্নে বিরক্ত হচ্ছেন। আমি বলি, উত্তরে বলেন "হ্যাঁ ভাই আমি রোজা, রোজা লুক্সেমবার্গ।" ল্যাঠা গেলো চুকে। 

দুবনা, ১৯ মে ২০১৮

শিকার

সর্বগ্রাসী গনতন্ত্রের
সর্বনাশা শেষ শিকার
ফিলিস্তিনের খুদে শিশুর
বেঁচে থাকার অধিকার।

দুবনা, ১৯ মে ২০১৮ 


Friday, May 18, 2018

পলায়ন

গণতন্ত্র কি কুম্ভকর্ণ নাকি যে এই চুরি, ডাকাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার পরেও নাকে তেল দিয়ে ঘুমুবে? সে অনেক আগেই ভেগেছে ব্যাক ডোর দিয়ে।

দুবনা, ১৮ মে ২০১৮

কন্ট্রোলরুম

আগে ধর্ম অপিয়াম খাইয়ে মুক্তচিন্তাকে ঘুম পাড়িয়ে রাখা হতো, এখন মুক্তমনার জন্ম নিয়ন্ত্রণ করতে গণতন্ত্র কনডম ব্যবহার করা হয়।

দুবনা, ১৮ মে ২০১৮

Wednesday, May 16, 2018

স্ট্যাটাস

ফেসবুকের স্ট্যাটাস হল শো রুমে ঝুলান পোশাক। লোকে গায়ে দিয়ে দেখে ফিট হয় কিনা। নেয় না। পারলে বরং গালি দেয়। তবুও সবাই ঝুলায়। 

দুবনা, ১৬ মে ২০১৮

হায়রে অবুঝ মন

বোঝার বোঝা টানতে টানতে নিজেকে বড়ই অবুঝ মনে হচ্ছে।

দুবনা, ১৬ মে ২০১৮

বোঝা না বোঝা?

তুমি কি বলছ সেটা ব্যাপার নয়, কে কী বুঝছে বা না বুঝছে সেটাই আসল। তাই মাঝে মধ্যে প্রলাপ বকা ভালো, যদি কেউ তাতে কান পেতে একটু শোনার বা বোঝার চেষ্টা করে।


দুবনা, ১৬ মে ২০১৮

ভাষা

তুমি কি লিখছ সেটা বড় কথা নয়, কে কিভাবে সেটাকে ইন্টারপ্রেট করছে সেটাই আসল। যদি চুপ করে না থাকতে পার বল -
হজগভসদফবগ্যাস্ফগব্ববসদ

দুবনা, ১৬ মে ২০১৮

Tuesday, May 15, 2018

ঋণ

ঋণ হল গিয়ে এন্ট্রোপিয়ার মত - শুধু বেড়েই চলে, বেড়েই চলে।

মস্কো, ১৬ মে ২০১৮

মাসী

মায়ের চেয়ে মাসীর দরদ বেশি  কথাটা সত্য হলে ফেসবুক আমাদের বিশ্ব মাসী।

মস্কো, ১৫ মে ২০১৮

আকালের সন্ধানে

ভোট দেখছি দুর্ভিক্ষের সময় এক মুঠো ভাতের মত - কেড়ে না নিলে কপালে জোটে না।

মস্কো, ১৫ মে ২০১৮

ভোটের গণতন্ত্র

শাসন ব্যবস্থাকে গনতান্ত্রিক রূপ দিতে ভোট ফেস্ট করা হয়  কিন্তু এই ভোটের কারনেই গনতন্ত্র বারবার হাত ফসকে পালিয়ে যায়।

মস্কো, ১৫ মে ২০১৮

জীবন

জীবনটাকে হাতের মুঠোয় করে ঘুরে বেড়াতে হয় যাতে শরীরে বেশি আঘাত লাগার সম্ভাবনা থাকলে আস্তে করে উড়িয়ে দেওয়া যায়


মস্কো, ১৫ মে ২০১৮

প্রহসন

হঠাৎ মান্না দে গেয়ে উঠলেন -                         
এ তো ভোট নয় এতো প্রহসন।

মস্কো, ১৫ মে ২০১৮

Sunday, May 13, 2018

শত্রু মিত্র

মানুষের সবচেয়ে বড় শত্রু সে নিজে। কথা যেমন ব্যক্তি মানুষের ক্ষেত্রে সত্য তেমনই সত্য মানব জাতির জন্যেও। মানব জাতির ইতিহাস সেটাই বলে।

দুবনা, ১৩ মে ২০১৮

সঙ্গী

ঋণ বাড়ায় বৌ কিছু বলার চেষ্টা করলে বলি, "বয়স ছাড়া জীবনে আর কিছুই তো বাড়ছে না। ঋণটা বাড়লে বয়সেরও একটা সঙ্গী জোটে। এটাই বা কম কী?" 

দুবনা, ১৩ মে ২০১৮

Saturday, May 12, 2018

দুশ্চিন্তা

লেনিন বলেছিলেন "যত খারাপ তত ভালো।" পৃথিবীতে এত বেশি মানুষ এ নীতি মেনে চলার পরও কেন যে সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে না?
 
দুবনা, ১২ মে ২০১৮

সোজা কথা

সবকিছুই যতদূর সম্ভব সহজ করে করা দরকার, তবে সহজতর নয়। আইনস্টাইনের এ কথাটিও অনেকে আপেক্ষিক মনে করেন বলেই মনে হয়।

দুবনা, ১২ মে ২০১৮

ভাবনা

প্রযুক্তিগত প্রগতি সামাজিক চিন্তাভাবনায়ও প্রগতির আলো ছড়াবে এ আশা আমরা করতেই পারি। বঙ্গবন্ধু ১ এবার চেতনায় বিপ্লব ঘটাক। অভিনন্দন!

দুবনা, ১২ মে ২০১৮

Friday, May 11, 2018

মুখ্য মূর্খ

জ্ঞানের ভাণ্ডার ধনের ভাণ্ডারের সাথে গুলিয়ে ফেললে কত মুখ্য যে মূর্খ বনে যাবে তার হিসেব কে রাখে? 

দুবনা, ১১ মে ২০১৮

বেচারা আইনস্টাইন

জীবনটাও যেন আপেক্ষিক, তাই নিজে কি করলাম সেটা নয়, অন্যেরা কি করলো বা করলো না সেটা দিয়ে নিজের উৎকর্ষ প্রমাণ করতে ব্যস্ত আমরা। 

দুবনা, ১১ মে ২০১৮

Thursday, May 10, 2018

চরিত্র

অবাক করা দেশ আমার। সবাই গনতন্ত্রের কথা বলি, বাকশালের সমালোচনা করি, কিন্তু চাই একদলীয় শাসন - নিজের দলের। আর পোষ্য বিরোধী দল।

দুবনা, ১০ মে ২০১৮

Wednesday, May 9, 2018

নীতি দুর্নীতি

দুর্নীতিই যাদের একমাত্র নীতি তাদের নীতি কথা বলা মানে উলুবনে মুক্তো ছড়ানো।

দুবনা, ১০ মে ২০১৮

নামতা

আদর্শকে ব্র্যান্ড করলে সে তো পন্য হবেই
যে যত বেশি দাম দেবে সেই হবে তত বড় আদর্শবাদী। 
 
দুবনা, ১০ মে ২০১৮

Tuesday, May 8, 2018

উগ্রতা

যে নামেই আসুক না কেন সকল ইজমের উগ্র বাস্তবায়নই আজ ক্যান্সারের মত মানব সমাজকে, মানবতাকে ধ্বংস করছে। উগ্রতাকে না বলুন। 

দুবনা, ০৯ মে ২০১৮

পঁচিশের ভাবনা



যেদিন রবে না রবি কবে না কবি
কী হবে বাংলা ভাষার?
গহীন ঘন অন্ধকারে
দেখাবে কে আলো আশার?

দুবনা, ০৮ মে ২০১৮



জন্মদিনে রবিবাবুর ভাবনা



বুদ্ধি করে বাবামা জন্মদিনটা পঁচিশে বৈশাখ না লিখে যদি সাতই মে লিখতেন তাহলে আজ এই বুড়ো বয়সে আর কয়েক দিন ধরে জন্মদিন পালনের ঝক্কি পোহাতে হত না।  
অবশ্য একদিকে ভালই হয়েছে। ধীরে সুস্থে ঢাকায় জন্মদিন পালন করে আরাম করে কলকাতা চলে আসা যায়।  
কিন্তু এদের কোনটা যে ভূমিকা আর কোনটা উপসংহার সেটাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না।
আচ্ছা ঠিক কোন দিনটা আমার জন্মদিন? আমি কি আদৌ জন্মেছিলাম?

দুবনা, ০৮ মে ২০১৮




ওজন



আগে বাসায় ফেরামাত্র সেভা খুচরোগুলো গায়েব করে দিত। এখন নেয় না। এমন কি যাতে খুচরোর ঝামেলা পোহাতে না হয় সে জন্যে    ওর হাতখরচটাও কার্ডে দিতে হয়। খুচরোয় আমার পকেট ভারী হচ্ছে। বাড়ছে ওজন। ওজন বৃদ্ধি – যুগের (দূষিত) হাওয়া।  

দুবনা, ০৮ মে ২০১৮



Monday, May 7, 2018

অপ্রাসঙ্গিক

তাড়নায় তাড়িত প্রতারিত জনগণ। কেউ বলে নির্বাচন কেউ বলে প্রহসন।


মস্কো, ০৭ মে ২০১৮

ভ্রম

ব্যানারে লেখা ছিল নির্বাচনী প্রচারণা আমি পড়লাম নির্বাচনী প্রতারনা। এটা চোখের সমস্যা না মনের সমস্যা ভেবে পাচ্ছি না।

মস্কো, ০৭ মে ২০১৮

Sunday, May 6, 2018

আইন বেআইন

আইন হল বেপরোয়া ট্রাক যাকে সাধারণ মানুষ ভয় পায় আর সেও সময়ে অসময়ে এসব মানুষকে চাপা দিয়ে চলে যায়। ক্ষমতাবান মানুষ আরও দামী গাড়ির চালক, যারা প্রতিনিয়ত আইনের ট্রাককে পাশ কাটিয়ে চলে যায়।

মস্কো, ০৭ মে ২০১৮

Saturday, May 5, 2018

মূল্যবোধ

দোকানে জিনিসের দামই বল দেয় মূল্য কতটা মূল্যবোধহীন।

দুবনা, ০৫ মে ২০১৮

মূল্য

মূল্যবোধের মূল্য গেছে কমে
অর্থ বলের আকাশ ছোঁয়া দাম
পেশী শক্তি পেছন পেছন চলে
মুক্ত বাজার শুনেছি তার নাম

দুবনা, ০৫ মে ২০১৮

৫ মে ২০১৮

কার্লের মার্কস গেলো কমে
সাম্যবাদ কী করলো তবে ফেল?
পাই না কো কোন সদুত্তর তার
মাথায় ঘোরে প্রশ্ন অঢেল।
সর্বহারার তত্ত্বে আজ বলীয়ান পুঁজিপতি
শ্রমেরই নয় আজকে তাঁরা জীবনের অধিপতি
পুঁজির কাছে জিম্মি মানুষ জিম্মি মানবতা
মালিক শ্রমিক টাকার দাস - যুগের প্রবনতা।

দুবনা, ০৫ মে ২০১৮ 

সেলফি

বড় মানুষদের পাশে দাঁড়িয়ে ছবি না তুলে কাজ করুন। তাতে নিজের বাতিটা জ্বললে জ্বলতেও পারে। নইলে শুধু অন্যের প্রদীপেই তেল ঢালা হবে। 

দুবনা, ০৫ মে ২০১৮

Friday, May 4, 2018

কমপ্লেক্স


   
-  আপনার বাস্তববুদ্ধি একেবারেই নেই।
-  এটা তোমাদের দীনতা হে। আমি বাস্তব আর অবাস্তব মিলে যে কমপ্লেক্স স্পেস তার বাসিন্দা। স্পেসটা বাড়াও বন্ধু।

দুবনা, ০৪ মে ২০১৮  



কালো বিড়ালের চোখ



কালো প্যান্ট আর কালো-সবুজের স্ত্রাইপ দেওয়া সোয়েটার পড়ে লাল স্ত্রাইপ আর কমলা ফিতে লাগানো সাদা স্নিকারস পড়ছি এর উপর কালো জ্যাকেট ঝুলিয়ে অফিস যাবো বলে।  ঘাড়ের উপর দীর্ঘশ্বাস ফেলে বউ বলল
-       -    তোমার বাড়িতে সব ঠিক আছে? (У тебя дома все в порядке? যার সঠিক ভাবার্থ – মাথার ঠিক আছে তো?)
-       -    কেন? কি হল আবার?
-       -    বলছিলাম কি, এই স্নিকারসের সাথে হাল্কা রঙের জামাকাপড় ভালো মানাবে।
-       -    দেখ, হাল্কা রঙের জামাকাপড় পড়লে আমাকে এমনিতেই সবাই দেখবে। ডার্ক কালারের পোশাকের সাথে আমি সাদা জুতো পড়ি যাতে লোকজন বুঝতে পারে কেউ একটা আসছে। জুতো জোড়া আমার অন্ধকারে কালো বিড়ালের চোখ।

দুবনা, ০৪ মে ২০১৮




নরকে বিপ্লব

ছোটোখাটো চাহিদা মেটাতেই জীবন কেটে গেল। বড় কিছুই করা হল না। একটাই সুযোগ বাকী - নরকে বিপ্লব। 

দুবনা, ০৪ মে ২০১৮

বাস্তবতা কি আপেক্ষিক?

পর্যবেক্ষকের অবস্থান ও বিশ্লেষণের উপর যে বাস্তবতা নির্ভরশীল সেটা কি অবজেক্টিভ? 
 
দুবনা, ০৪ মে ২০১৮

Thursday, May 3, 2018

উপলব্ধি

নিজের মনুষ্যত্বকে জাহির করতে গিয়ে কত মানুষ যে অমানুষ হয়ে গেল!

দুবনা, ০৪ মে ২০১৮