আমি ফেসবুক করছিলাম। গুলিয়া পাশে
বসে কফি খাচ্ছিল। আর টিভিটা মনের আনন্দে প্রলাপ বকে যাচ্ছিলো। হঠাৎ পর্দার ওদিকে
থেকে বলতে শুনলাম “পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি নবজাতকের জন্য মাকে দুই
লাখ পঞ্চাশ হাজার রুবল দেয়া হবে।“
- চাইলে আমি তোমাকে দুই লাখ পঞ্চাশ হাজার রুবল দিতে পারি।
- কি করতে হবে তার জন্য।
- তেমন কিছু না। একটা বাচ্চার জন্ম দিতে হবে।
- মাথা খারাপ। তার চেয়ে আমার কুকুরই ভালো।
- তা ঠিক। তবে কুকুরের জন্য সরকার টাকা দেয় না।
- দরকার আমার ঐ টাকার।
- মনে রেখো, আমি তোমাকে দুই লাখ পঞ্চাশ হাজার রুবল অফার
করেছিলাম। তুমি নিতে চাওনি।
দুবনা, ১৩ নভেম্বর ২০১৭